ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসে অবস্থানের সুযোগ নিয়ে হারুন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই বাড়ি দখল করে বসবাস করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, হারুনের দখল সম্পূর্ণ অবৈধ এবং জোরপূর্বক।
এলাকাবাসী আরও জানান, হারুন একজন খারাপ প্রকৃতির লোক হিসেবে এলাকায় পরিচিত এবং তিনি এর আগেও একাধিকবার আপন ভাই মোস্তফা মিয়ার সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হারুন নানা কৌশলে বাড়িটি দখলে রেখে প্রবাসী ভাইকে বঞ্চিত করছেন।
ভুক্তভোগী মোস্তফা মিয়া একাধিকবার বিষয়টি স্থানীয়ভাবে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল উচ্ছেদ ও প্রবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।