বর্ণাঢ্য আয়োজনে সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : March 09 2021, 16:51
  • 1036 বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সিলেট নগরীর জিন্দাবাজারস্হ একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব’র আয়োজনে সংগঠনের সভাপতি শেখ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম এর পরিচালনায় সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্টান সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, তপন কুমার সাহা, এম.এ রউফ, শাহিনুর রহমান শাহিন, মো. আজির উদ্দিন, শাহ সাজু, শিপন চন্দ জয়, ইসমাঈল আলী টিপু, তোফায়েল আহমদ, ফজলুল কাদির চৌধুরী দিনাত, সুমন মিয়া, রফিক আহমদ, ফারহানা খানম, মিলন আহমদ, জুমান আহমদ, শামিম মিয়া, তাইবুর রহমান, কাওছার আলী, আহমেদ শাকিল, আব্দুল কাহার প্রমুখ।
কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতি পদে বায়ান্ন টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও স্বরবর্ণ ডটকম এর প্রধান সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল ও সাপ্তাহিক সুরমা টাইমস এর নির্বাহী সম্পাদক এস. ডি চৌধুরী (বাপ্পী)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিন হন সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকম এর স্টাফ রিপোর্টার মো. আজির উদ্দিন।
নব-নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সঙ্গীতশিল্পী তপন কুমার সাহা (সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকমক), সহ-সভাপতি কবি পলাশ আফজাল (সিলেট দর্পন ডটকম), আবুল কাহার কদর (বাংলা টাইম এন্ড টোন), যুগ্ন সাধারণ সম্পাদক জুমান আহমেদ (নিউ সিলেট ডটকম), সহ- সাধারণ সম্পাদক ফজলুল কাদির চৌধুরী দিনাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল (সুরমা টাইমস ও সিলেট নিউজ পেপার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন (বাংলার আওয়াজ টুয়েন্টি ফোর ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ সাজু (বায়ান্ন টেলিভিশন), মহিলা সম্পাদিকা শাহানা আক্তার জেরিন (বায়ান্ন টেলিভিশন),দপ্তর সম্পাদক ইসমাঈল আলী টিপু(সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস), সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু (স্বর্ণালী দিন ডটকম), ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য-মো. আমিনুর রহমান (ডেইলি স্বর্ণালী দিন ডটকম), মো.ছায়াদ আলী (সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস), শিপন চন্দ জয় (বায়ান্ন টেলিভিশন), রফিক আহমদ (হিলিবার্তা ডটকম), মিলন আহমদ (‌নিউ সি‌লেট ডট )।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares