এমসি কলেজে সেদিনের ত্রাণকর্তা যুবলীগ নেতা বাবলা চৌধুরী

  • আপডেট টাইম : September 27 2020, 18:56
  • 1060 বার পঠিত
এমসি কলেজে সেদিনের ত্রাণকর্তা যুবলীগ নেতা বাবলা চৌধুরী

গত শুক্রবার এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষনের ঘটনায় নির্যাতিতা নারীকে উদ্ধারে সর্ব প্রথম এগিয়ে আসেন জেলা যুবলীগ নেতা বাবলা চৌধুরী । ছাত্রাবাস এলাকায় বাবলা চৌধুরীর অবস্থান বুঝতে পেরে পালিয়ে যায় ধর্ষনকারীরা ।

বাবলা চৌধুরী জানান, শুক্রবার তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন । সেখান থেকে বাসায় ফিরে কাপড় চেঞ্জ করে শহরে অন্য একটি কাজের উদ্দেশ্যে রওয়ানা দেন । এমসি কলেজ ছাত্রাবাসের সামনে আসা মাত্র দেখতে পান একজন লোক কান্নাকাটি করে এদিক ওদিক ছ’টোছুটি করছে । এই সময় সেই গৃহবধুর স্বামীর সাথে কথা বলে ঘটনার ভয়াবহতা জানতে পারেন । তখন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বাবলা চৌধরী ছাত্রাবাস এলাকায় প্রবেশ করে স্বচক্ষে ঘটনা দেখে হতবাক হয়ে পুলিশের সাথে কথা বলেন । এসময় তার উপস্থিতি ঠের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় ।

বাবলা চৌধুরী জানান, তিনি সেই ব্যক্তিকে তার নিজের মোটর সাইকেলে নিয়ে ধর্ষকদের খোজতে বিভিন্ন রাস্তায় ছুেেটন । কিন্ত তাদের না পেয়ে তিনি আবার তাকে নিয়ে ছাত্রাবাসে যান । সেখানে পুলিশের উপস্থিতিতে তারা সিএনজিতে তুলে ভিকটিম মহিলাকে ওসমানী হাসপাতালে পাঠান ।

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা বাবলা চৌধুরী জানান, এমন অমানবিক নিষ্ঠুর কাজ যারা করেছে এরা মানুষরুপি পশু । আমাদের সকলেরই মা বোন আছে । তবে এই চক্রটি প্রায়ই এমসি কলেজ এলাকায় ছিনতাই, ইয়াবা ব্যবসাও ইয়াবা সেবন কওে থাকে ।

এরা অনেক আগেই অপরাধ প্রবনতার সাথে জড়িত ।তিনি ইতিহাসের এমন ন্যাক্কারজনক ঘটনার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares