ওসমানীনগরের গোয়ালাবাজারে তীব্র যানজট, ভোগান্তিতে জনসাধারণ

  • আপডেট টাইম : March 18 2025, 07:34
  • 204 বার পঠিত
ওসমানীনগরের গোয়ালাবাজারে তীব্র যানজট, ভোগান্তিতে জনসাধারণ

ওসমানীনগরের গোয়ালাবাজারে তীব্র যানজট, ভোগান্তিতে জনসাধারণ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ওসমানীনগরের গোয়ালাবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং ও অসাধু বাস চালকদের নিয়ম না মানার প্রবণতা এর জন্য দায়ী বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে ফুটপাত দখল করে ভাসমান ব্যবসায়ীরা দোকান বসিয়েছেন, ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। এতে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া, যাত্রীবাহী বাসচালকরা যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী উঠানামা করাচ্ছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। বাজারের অভ্যন্তরে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাগুলোও অপরিকল্পিতভাবে রাখা হচ্ছে, ফলে মহাসড়কের একাংশ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “প্রতিদিন এখানে যানজট লেগেই থাকে। প্রশাসন কিছুদিন পরপর অভিযান চালালেও স্থায়ী কোনো সমাধান হয় না।”

এদিকে, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশে দ্বায়ীত্বে সঞ্জিত বিশ্বাস ও মালেক এর সাথে আলাপ কালে তারা বলেন আমরা অনেক চেষ্টা করেও কাজ করলেও কার্যকর সমাধান দিতে পারছে না বলে স্বীকার করেছেন। ট্রাফিক সার্জেন্ট দেলোয়ার এর সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু যানবাহনের চাপ ও অনিয়মের কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এ অবস্থায়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করা ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে যানজটের এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares