যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি পরিকল্পনায় অক্টোবরে ইসরায়েল ও হামাস উভয়ের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী উপকূলীয় এই অঞ্চল থেকে ধীরে ধীরে পুরোপুরি প্রত্যাহার করবে এবং ইসরায়েল গাজায় বেসামরিক বসতি পুনঃপ্রতিষ্ঠা করবে না।
হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রসঙ্গ উল্লেখ করে কাৎজ বলেন, আমরা গাজার ভেতরে অবস্থান করছি এবং গাজা থেকে পুরোপুরি কখনও চলে যাব না। এমন কিছু কখনও হবে না। আমরা সেখানে রয়েছি রক্ষা করতে, যা ঘটেছিল তা যাতে আবার না ঘটে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটগুলোর প্রসঙ্গ উল্লেখ করে কাৎজ বলেন, সময় এলে উত্তর গাজায় বাস্তুচ্যুত ইসরায়েলি সম্প্রদায়গুলোর পরিবর্তে আমরা নাহাল ইউনিট গঠন করব। সঠিক সময়ে সঠিক উপায়ে আমরা তা করব।
তিনি বলেন, আমাদের নাগরিকদের রক্ষায় অন্য কাউকে আমরা বিশ্বাস করি না। এ প্রসঙ্গে লেবানন ও সিরিয়ায়ও উপস্থিতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন কাৎজ।
দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে নেতানিয়াহু বারবার গাজায় বসতি পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করেছেন। যদিও তার জোটের কিছু কট্টরপন্থি সদস্য গাজা পুনরায় দখলের পক্ষে।
ইসরায়েলের সশস্ত্র বাহিনীতে নাহাল ইউনিটগুলো এমন বেসামরিকদের জন্য, যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী। এতে সেনাবাহিনীতে যোগদানের আগে এক বছরের প্রস্তুতি ও স্বেচ্ছাসেবী কর্মসূচি অন্তর্ভুক্ত। এসব ইউনিটের ঐতিহাসিক ভূমিকা রয়েছে ইসরায়েলি সম্প্রদায় গঠনে।
ইসরায়েল ২০২৬ সালে নির্বাচনের দিকে এগোচ্ছে এবং বসতি ইস্যুটি মূল বিষয় হিসেবে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম তীর প্রসঙ্গে কাৎজ বলেন, নেতানিয়াহুর সরকার একটি বসতি সরকার। এটি কাজে বিশ্বাসী। সার্বভৌমত্ব পাওয়ার সুযোগ এলে আমরা সার্বভৌমত্ব নিয়ে আসব। আমরা বাস্তব সার্বভৌমত্বের যুগে রয়েছি। এখানে এমন সুযোগ রয়েছে যা দীর্ঘদিন ধরে ছিল না।

