জ্বালাময়ী স্ট্যাটাস: সাংবাদিক হেলাল আহমদ চৌধুরী! 

  • আপডেট টাইম : July 10 2021, 08:32
  • 870 বার পঠিত
জ্বালাময়ী স্ট্যাটাস: সাংবাদিক হেলাল আহমদ চৌধুরী! 
দেশটিভি ডেস্ক।।
যার প্রচেষ্টা, গুনিজনদের কে সন্মান করা,অন্যায়,অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা,ন্যায়কারীদের ন্যায়ত্বে পক্ষে কাজ করা হেলাল আহমদ চৌধুরীর জ্বালাময়ী স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরলাম—

আমি গুনীজন সম্পর্কে অপপ্রচার করি? আমার প্রশ্ন গুনীজন কারা ?
মানব জাতীর মধ্যে সর্বোত্তম গুনের অধিকারী আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) উনার গুনাবলীর ২% ও যদি কারো মাঝে থাকে আমি তাকে ও গুনীজন বলে ধরে নেবো, এবার আসি আসল কথায়
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গুনী ব্যক্তি ছিলেন আমি উনার সম্পর্কে কোন মন্তব্য করেছি, জাতীর জন‌কের সু‌যোগ‌্য কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সম্প‌র্কে কি কোন মন্তব‌্য ক‌রে‌ছি? এমন প্রমান কি কারো কাছে আছে?
নবাব সলিমুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, স্যার আবদুল হালিম গজনবী, এ কে ফজলুল হক, নবাব আবদুল লতিফ, হাজী শরীয়তউল্লাহ,   রফিক উদ্দিন আহমেদ , আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিউর রহমান, মুহম্মদ কুদরাত-এ-খুদা,  মাওলানা ভাষানী, হোসেন শহীদ সোরওয়ার্দি, তাজ উদ্দিন আহমদ,সৈয়দ নজরূর ইসলাম, কাজী নজরুল ইসলাম,সৈয়দ আশরাফ, জিল্লুর রহমান, মাননীয় রাষ্ট্রপ‌তি এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ,  মাওলানা আহমদ শফী, সিলেটের আতাউল গনি ওসমানি,  আব্দুস ছামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, ফরিদগাজী, হুমায়ুন রশিদ চৌধুরী, এম সা্ইফুর রহমান, বদরউদ্দিন কামরান, আসাদ উদ্দিন, লুৎফুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন খান, আজাদুর রহমান আজাদ, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ , গোলাপগঞ্জের কৃতি সন্তান এম সি চৌধুরী, মছরুর করিম চৌধুরী, সিরাজুল জব্বার চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, রফিক আহমদ, নার্জিস চৌধুরী, এফ আর চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী, আব্দুল জব্বার (বারকুট)  ছালিক চেয়ারম্যান (ভাদেশ্বর) বারকুটি হুজুর, পালপাড়ী হুজুর, বাঘার হুজুর, আমকুনী হুজুর,
উনারা ই তো গুনীজন । উনাদের বিরোদ্ধে কি কোন সমালোচনা করেছি?
কোন গুনী ব্যক্তির অসম্মান করলাম কারো জানা থাকলে কমেন্ট করে জানান।
আমি প্রতিবাদী অন্যায় অন্যায়ত্বের বিরুদ্ধে প্রতিবাদ করি।এই শুরু হয়ে যায় অন্যায়কারীদের গায়ে চুলকানি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares