
ভুক্তভোগীর সরবরাহকৃত ছবি
ভিসা ও ডিপেন্ডেন্টের নামে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ: একাধিক ভুক্তভোগীর টাকা আত্মসাৎ, হুমকিতে মুখ বন্ধের চেষ্টা
যুক্তরাজ্যে ভিসা ও ডিপেন্ডেন্ট প্রসেসিংয়ের নামে সংঘবদ্ধ প্রতারণা চক্রের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা মারজানা বেগম ও তার পরিবারসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের একজনের অভিযোগ অনুযায়ী, মারজানা বেগম IELTS পরীক্ষায় ৬ পয়েন্ট পাওয়ার পর ডিপেন্ডেন্ট ভিসায় যুক্তরাজ্যে নেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১০ হাজার পাউন্ড গ্রহণ করেন। অভিযোগকারীর দাবি, এই অর্থ মারজানা বেগম ও তার পরিবারের কাছে সরাসরি প্রদান করা হয়।
পরবর্তীতে ভিসা আবেদন সংক্রান্ত কাগজপত্র VFS-এ জমা দেওয়ার সময় অভিযোগকারীকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে অন্য এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোপনে আবেদন জমা দেওয়া হয়। এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে ভুক্তভোগীর ভাষ্য।
শুধু একজন নয়—ভুক্তভোগীদের দাবি, এভাবেই একাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে, কিন্তু প্রতিশ্রুত ভিসা বা সেবা তো দেওয়া হয়নি, উল্টো টাকা ফেরত চাইলে শুরু হয়েছে হুমকি, ভয়ভীতি ও মানসিক চাপ।
আরও ভয়াবহ অভিযোগ হলো, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নিলে মারজানা বেগমের পরিবার কাবিননামা দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে, যাতে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস না পান।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এটি একটি সুশৃঙ্খল দালাল চক্র, যারা বিদেশে যাওয়ার স্বপ্নকে পুঁজি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
অভিযোগকারীদের কাছে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তোলা ছবি, পাসপোর্টের কপি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে তারা জানিয়েছেন। তারা দ্রুত বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।