নোবেল পুরস্কার পেলেন মোদী!

  • আপডেট টাইম : September 23 2020, 06:58
  • 965 বার পঠিত
নোবেল পুরস্কার পেলেন মোদী!

দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হিসেবে। এবার নোবেল পুরস্কারে জয়ীই হলেন ট্রাম্পের বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। তবে এটি ব্যঙ্গাত্মক নোবেল। ‘আইজি নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কারটি দেয়া হয় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ব্যঙ্গ করে।

মোদিই ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পুরস্কার পেলেন৷ জানানো হয়েছে, ‘করোনা অতিমারির মাধ্যমে বিশ্ববাসীকে তিনি বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি৷’

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী৷ ‘আগ্রাসী শান্তপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য৷ শুধু প্রধানমন্ত্রীই নন, অঙ্ক, জনস্বাস্থ্য, শান্তি– ইত্যাদি ক্যাটেগরিতেও একাধিক ভারতীয় এই ব্যাঙ্গার্থক নোবেল পেয়েছেন মজার ছলে৷ যেমন ২০০২ সালে একটি সারফেস এরিয়ার অঙ্ক কষার জন্য এই নোবেল পেয়েছিলেন জি নির্মলণ৷

কোনও খবর বা ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ফোকাস করা হয় এই পুরস্কারের বাছাইয়ের ক্ষেত্রে৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা৷ একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়৷

  1. ওম ঘড়নষব ২০২০ পুরস্কার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে, চিকিত্‍সা শিক্ষায় তার বিশেষ অবদানের জন্য৷ করোনা অতিমারি পরিস্থিতিতে সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা বলেছেন মোদী৷ সমালোচকদের বক্তব্য, কিন্তু পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, বেকারত্ব ইস্যুতে সরকারের চিন্তা ভাবনা বিশেষ দেখা যায়নি৷ তাই মোদীকে এই পুরস্কার দেওয়া হয়েছে৷
0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares