বালাগঞ্জ উপজেলার পুকুর দেখার জন্য কেউ নেই

  • আপডেট টাইম : February 20 2025, 07:45
  • 258 বার পঠিত
বালাগঞ্জ উপজেলার পুকুর দেখার জন্য কেউ নেই

আমিনুল ইসলাম টিপু :] সিলেটের বালাগঞ্জ উপজেলার কমপ্লেক্সের ভিতরেই একসময় ছিল দৃষ্টিনন্দন পুকুর চারিপাশে ছিল গাছপালা ঘাট পরিবেশটা ছিল অন্যরকম কিন্তু বিগত সরকারের আমলে এই গার্ড ভেঙ্গে,তিনটি ঘাট পানির নিচে চলে গেছে সবাই নেতৃত্ব দিয়েছে কিন্তু কোন উন্নয়ন করেনি, লুটপাটে ব্যস্ত ছিলেন তাই বালাগঞ্জের উন্নয়নের কথা ভুলে গেছেন এই সরকার যাওয়ার পরও কেউ কোনদিন উদ্যোগ নেয়নি, এই উপজেলা কমপ্লেক্স যারা বাস করে তারা বললেন এখানে পুকুর ঘাট একসময় ছিল সেখানে উপজেলার ভিতরে থাকা সব স্কুলগুলো সাঁতার প্রতিযোগিতা করত এখানে যারা বাস করতো তারা সবাই গোসল করতো ওযু করতো নানান কাজে ব্যবহৃত হত কিন্তু এখন এই পুকুর ঘাট আজ ১৫ বছর থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে কেউ কোন কাজের উদ্যোগ নেননি তাই এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে এই পুকুরের কাজ সম্পূর্ণ হয় এবং আগের পরিবেশ ফিরে আসুক এখন আমাদের বালাগঞ্জের টিউবলের পানির স্তর কমে যাচ্ছে এখন পুকুরের কোন বিকল্প নেই তাই আশা করব মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য,

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares