মহীসী নারী রাবেয়া চৌধুরী 16 তম মৃত্যুবার্ষীকি আজ

  • আপডেট টাইম : December 12 2022, 12:03
  • 456 বার পঠিত

দেশ ও জাতির কল্যানে নিবেদিত এক পরিবারের প্রাণ মহীয়সী নারী রাবেয়া খাতুন এই দিনে চলেগেলেন। তিনি দানবীর রাগিব আলী’র সাহেবের স্ত্রী। তিনির মৃত্যবার্ষীকি উপলক্ষ্যে আজ তার গ্রামের বাড়ীতে মিলাদ ও দেয়া মহফিলের আয়োজন করা হয়েছে। জানা যায় 2006 সালে এই দিনে এ দিনে দানবীর ও শিক্ষানুরাগির মৃত্যু হলে সারা দেশে শোকের ছায় নেমে এসেছিল। আজ তার 16 তম জন্মবার্ষীকি সামাজিক সকল সংগঠন প্রতিবারের মতো এবারও পালন করছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares