শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বার্ষিক ‘আনন্দ ভ্রমন’ ২০২২ সম্পন্ন।

  • আপডেট টাইম : February 26 2022, 11:21
  • 539 বার পঠিত
শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বার্ষিক ‘আনন্দ ভ্রমন’ ২০২২ সম্পন্ন।

 

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বার্ষিক ‘আনন্দ ভ্রমন’২০২২ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও সহযোগী সদস্যদের পরিবারবর্গ এ ‘আনন্দ ভ্রমণে’ অংশ গ্রহণ করেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি )সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে দুটি মিনিবাস যোগে কমলগঞ্জ উপজেলার মাদবপুর লেকের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রেসক্লাব সদস্য ও সহযোগী সদস্যদের পরিবারবর্গ। মাদবপুর লেক প্রাঙ্গণে পৌঁছার পর সকাল ১০টায় খেলাধুলা অংশ নেয় প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যদের পরিবারবর্গ।
খেলাধুলা শেষ করার পর মাদবপুর লেকের সুন্দর্য উপভোগ করেন সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা।
দুপুর ২টায় দুপুরের খাবারের পর অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাকেঁ সবাই ফটোসেশন নিয়ে ব্যাস্ত ছিলো।কেউ সেলফি কেউ বিভিন্ন স্টাইলে ছবি তুলতে ব্যস্ত।
এর পর অনুষ্টিত হয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন। দিনব্যাপী বনভোজন ও মাদকপুর লেকের প্রাকৃতিক দৃশ্য অবলোকন শেষে বিকেলে শ্রীমঙ্গলে ফিরেন সাংবাদিকরা।

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares