শ্রীমঙ্গলে উদ্ধার করা দাড়াঁশ লাউয়াছড়ায় অবমুক্ত

  • আপডেট টাইম : February 27 2022, 17:37
  • 585 বার পঠিত
শ্রীমঙ্গলে উদ্ধার করা দাড়াঁশ লাউয়াছড়ায় অবমুক্ত

রুবেল আহম্মদ শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটো পার্টসের দোকান থেকে তিন দিন দরে আটকে থাকা দাড়াইশ সাপটিকে উদ্ধার করা হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারী)রবিবার দুপুরে হবিগঞ্জ রোডস্হ সুরমাভেলী পুল সংলগ্ন ফাতেমা অটো পার্টসের দোকানে তিন দিন দরে আটকা থাকা দাড়াইশ সাপটিকে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন গত তিন দিন আগে ফাতেমা অটো পার্টসের দোকানে ভিতরে সাপটি ঢোকে আটকা পরে দোকানের মালিক আজ আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।
তিনি আরো বলেন আজ বিকালে বন বিভাগের সাথে নিয়ে উদ্ধার হওয়া দাড়াইশ সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হবে।

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares