শ্রীমঙ্গলে শিক্ষিকার অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার অতঃপর মামলা স্বামী গ্রেফতার।

  • আপডেট টাইম : March 19 2022, 11:19
  • 630 বার পঠিত
শ্রীমঙ্গলে শিক্ষিকার অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার অতঃপর মামলা স্বামী গ্রেফতার।

 

রুবেল আহম্মদ, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডে
বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সনঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।
শুক্রবার(১৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের সুরভিপাড়ার ভাড়া বাসা থেকে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় (মৃত ঝরণা কুর্মীর) চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ওই স্কুল শিক্ষিকার স্বামী সঞ্জয় কুর্মিকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃত্যুর পর থেকেই ঝর্ণা কুর্মির পরিবার এটিকে হত্যা বলে দাবী করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুর সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কারকুন জানান, মৃত ঝর্ণার চাচা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু অন্যদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে অধিক তদন্ত অব্যাহত রয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares