শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের চুরি যাওয়া আকাশমনি ও বেলজিয়াম প্রজাতির গাছ উদ্ধার।

  • আপডেট টাইম : March 05 2022, 13:03
  • 741 বার পঠিত
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের চুরি যাওয়া আকাশমনি ও বেলজিয়াম প্রজাতির গাছ উদ্ধার।

 

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ০২ টি আকাশমনি ও ০১ টি বেলজিয়াম প্রজাতির গাছের ০৭ টি খন্ডাংশ উদ্ধার করা হয়েছে।গাছগুলি আনসার ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং বাট হতে চুরি হয়েছে বলে জানা গেছে।
গত ৪ মার্চ (শুক্রবার) রাত সাড়ে দশটায় আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাগণ গোপন সংবাদের ভিত্তিতে
শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর কালাপুর গ্রামে তল্লাশি চালান।
তল্লাশিকালে উত্তর কালাপুর নিবাসী মোঃ খোকন মিয়া (৩০), পিতা- মোঃ মোস্তফা মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোঃ রইছ মিয়ার বাড়ি হতে চুরি যাওয়া গাছের ০১ টি অংশ, মোঃ মোস্তফা মিয়া ওরফে নোয়াখাইল্ল্যা মোস্তফার বাড়ি হতে ০১ টি অংশ, মোঃ তছলিম মিয়া (প্রবাসী) বাড়ি হতে ০২ টি অংশ এবং মোস্তফার বাড়ির সামনে রাস্তার পাশে পুকুর পাড়ের বাঁশ ঝাড়ের নালার মধ্যে লুকিয়ে রাখা গাছের ০৩ টি অংশ পাওযা যায়। যার স্থানীয় বাজারমূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা।
তল্লাশি চালানোর এসময় উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মতলিব, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আওলাদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চোরাই কাঠ উদ্ধার অভিযান ও তল্লাশিতে অংশ গ্রহণ করেন। ২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএইচএম মেহেদী হাসানের নির্দেশনায় কোম্পানী কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পিসি মোঃ আতাব উদ্দিন, হাবিলদার মোঃ আব্দুল কাদের দেওয়ান, ল্যান্স নায়েক মোঃ আঃ হাই, মনিটরিং মাঠকর্মী মোঃ আজিজুল ইসলাম, ব্যাটালিয়ন আনসার বরুন চন্দ্র দাস, প্রদীপ কুমার রায়, মোঃ বাবুল মিয়া,মোঃ সানোয়ার হোসেন, শিপন কুমার ত্রিপুরা ও অন্যান্য ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়
গত ২৮ ফেব্রুয়ারী থেকে ০৩ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ফায়ারিং বাটের টিলার উপর হতে দুষ্কৃতিকারীগণ মধ্যে রাতের যে কোন সময়ে গাছগুলো চুরি করে কেটে নিয়ে যায়।
এবিষয়ে মোঃখোকন মিয়া(৩০),পিতা-মোঃমোস্তফা মিয়া ওরফে নোয়াখাল্ল্যা মোস্তফা,গ্রাম-উত্তর কালাপুর, ডাকঘর-কালাপুর,উপজেলা-শ্রীমঙ্গল,জেলা-
মৌলভীবাজার,মোঃদুলাল মিয়া,পিতা-পাতাশ মিয়া, গ্রাম-মাজদিহি পাহাড়,ডাকঘর-কালাপুর,উপজেলা- শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজার,মোঃজসিম মিয়া,পিতা- কনর মিয়া,গ্রাম-কালাপুর(গাজীপুর),ডাকঘর-কালাপুর, উপজেলা-শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজার,মোঃদুলাল মিয়া,পিতা-মৃত আনর মিয়া,গ্রাম-কালাপুর(গাজীপুর), মোঃআনোয়ার মিয়া,পিতা-মনির মিয়া,গ্রাম-মাজদিহি, ডাকঘর কালাপুর,উপজেলা-শ্রীমঙ্গল,জেলা- মৌলভীবাজারসহ অজ্ঞাতনামা ১৫ – ২০ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন,এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে,তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares