সিলেটে জৈন্তাপুর ট্রাক চাপায় নিহত ২

  • আপডেট টাইম : February 24 2025, 08:07
  • 282 বার পঠিত
সিলেটে জৈন্তাপুর ট্রাক  চাপায় নিহত ২

সিলেট থেকে আফজাল আহমদ: গতকাল জৈন্তাপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল রোববার বেলা ২টার দিকে সিলেট তামাবিল জাফলং-মহাসড়কের কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ডিবির হাওর এলাকার নববিবাহিত দেলোয়ার হোসেন (২৫),১২ বিড়াখাই-হাটির গামের তোফায়েল আহমদ (২৭)। আহত বিড়াখাই- হাটির গ্রামের সাব্বির আহমদ (২৬) কে আশংকাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারীঘাট থেকে মোটরসাইকেল আরোহী তিন তরুণ জৈন্তাপুর বাজারের দিকে আসছিলেন। কাটাগাং নামক স্থানে আসার পর হালকা বৃষ্টিপাত শুরু হলে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হন। ঘটনার পর তামাবিল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় লাশ উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে নিহতদের লাশ দেখে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares