সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : October 04 2024, 10:14
  • 331 বার পঠিত
সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

দেশ টিভি লাইভ ডট কম ডেস্ক:

সিলেট, বুধবার, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর):
সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গুজব প্রতিরোধ সেল, ব্যাজ পরিহিত সেচ্ছাসেবক দল ও দশমীর দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়োজিত রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এতে সভাপতিত্ব করেন। এতে অনুষ্ঠান সঞ্চালনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দিকনির্দেশনাসমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুণ্যভূমি সিলেট সম্প্রীতি ও সৌহার্দ্যের শহর। সকল ধর্মাবলম্বী মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারো দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ তাঁদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করবেন।

দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সিসিক, ইসলামিক ফাউন্ডেশন, কেন্দ্রীয় পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পূজা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের অবস্থান ও অভিমত ব্যক্ত করেন।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কোতোয়ালি, শাহপরান, বিমানবন্দর ও শাহজালাল থানাসমূহে পুলিশের পাশাপাশি সেনবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন ‘

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares