সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সিসিক প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : February 21 2025, 08:15
  • 198 বার পঠিত
সিলেটে  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সিসিক প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

আমিনুল ইসলাম টিপু

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি সিসিক প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। ২১ শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সিসিক প্রশাসক বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রেই ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য অপরিসীম। এটি বাংলাদেশের আর্থসামাজিক, সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ একটি স্মরণীয় দিন। এটি বাঙালি সমাজের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার দিন। আজ বিশ্ববাসী বাঙালির অসীম ত্যাগ ও মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই দিনকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা শুরু হয়। যার ফলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের হাটতে হবে।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, স্থানীয় সরকারের উপ পরিচালক সুবর্ণা সরকার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ, শিক্ষা কর্মকর্তা মো. তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

বার্তা প্রেরক
নেহার রঞ্জন পুরকায়স্থ
জনসংযোগ কর্মকর্তা (অ:দা)
সিলেট সিটি কর্পোরেশন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares