সিলেটে শীতের সবজির অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

  • আপডেট টাইম : September 25 2020, 07:00
  • 948 বার পঠিত
সিলেটে শীতের সবজির অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

সিলেটে বেশ কিছু দিন যাবত সবজি বাজার কিছুটা অস্থিতিশীল।করোনাকালে নানা অযুহাতে প্রতিদিনই বাড়ছে প্রত্যেকটি সবজির দাম। এতে করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন পড়েছেন ভীষণ বিপাকে। এভাবে দাম বাড়তে থাকলে সদাই পাতি কেনা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন অনেক ক্রেতা। দাম বাড়া প্রসঙ্গে ব্যবসায়ীরা আমদানী কম হওয়া ও শীতের সবজি এখনো বাজারে না আসাকে দায়ী করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন শীতের সবজি বাজারে আসলে দাম নাগালের মধ্যে চলে আসবে।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রচুর পরিমাণে সবজি থাকলেও দাম আকাশ ছোয়া। নিত্য প্রয়োজনীয় সবজি হিসেবে পরিচিত আলুও মিলছে না ৩৫/৪০ টাকার কম।

সাধারণ ক্রেতারা মনে করছেন বাজারে প্রচুর সবজি আমদানি থাকলেও করোনাকালে দাম বাড়ার পর ব্যবসারীরা আর দাম কমাচ্ছেন না। তাছাড়া, করোনাকালে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারায় বর্তমানে তারা ক্ষতি পুষিয়ে নিতে চাইছেন।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সাথে কথা বলে দেখা গেছে বর্তমান বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫/৪০ টাকা, ঢেড়শ ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ আকার বেধে ৪০/৫০ টাকা, বড়ভটি ৪০/৫০ টাকা, লতি ৪০/৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, কাকরুল ৩৫ টাকা, মুকি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা যায় শীতের সবজি বাজারে না আসা পর্যন্ত সবজির দাম কমার সম্ভবনা নেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়তো সিলেটে শীতের সবজি বাজারে আসতে পারে। শীতের সবজি বাজারে এলেই দামও কমে আসবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
0Shares