সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : July 24 2020, 05:25
  • 720 বার পঠিত
সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

দেশ টিভি লাইভ ডেস্ক:: পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমানের তত্ত্বাবধানে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের সার্বিক নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বুধবার (২২ জুলাই) রাত ১১ ঘটিকার সময় বিশ্বনাথ থানাধীন শিমুলতলা গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ খালেদ মিয়ার বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী খালেদ দৌড়ে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশের দলটি পিছু ধাওয়া করে তাকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মাদকের বিষয়ে নিশ্চিত হয়।

পরবর্তীতে খালেদকে নিয়ে তার বসত ঘরে রক্ষিত স্টিলের আলমিরার ভিতর হতে ৩ (তিন) টি স্কস্টেপে মোড়ানো ৩ (তিন) টি প্যাকেটে মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২৯,০০০/-(উনত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে মাদক ব্যবসায়ী খালেদ মিয়াকে তার ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেটি বিশ^নাথ পুরানবাজারস্থ আলহেরা শপিং সিটির পার্কিং এলাকায় আছে মর্মে জানায়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের দলটি আসামীর দেয়া তথ্য অনুসারে বিশ্বনাথ থানাধীন পুরানবাজারস্থ আল হেরা শপিং সিটির পার্কিং এলাকা হতে রেজিষ্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি উদ্ধার করে। আটক মোঃ খালেদ মিয়া বিশ্বনাথ থানাধীন শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর পুত্র। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই/সৈয়দ ইমরোজ তারেক এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে। সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
0Shares