অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু

  • আপডেট টাইম : September 28 2020, 08:54
  • 643 বার পঠিত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। রোববার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ৩রা সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল শরীরে জ্বর অনুভব করেন। পরদিন ৪ঠা সেপ্টেম্বর সকালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত ১৮ই সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

২০ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ই নভেম্বর থেকে ২০০১ সালের ৪ঠা অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালের ১৩ই জানুয়ারি থেকে বাংলাদেশের ১৩ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
0Shares