মোঃ আশরাফ উল্লাহ ইমন ঃঃ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীক বেঁধে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের আহ্বানে সিসিকের ২০, ২১, ২৪ নং ওয়ার্ড ও টুলটিকর ইউনিয়নবাসীর উদ্যোগে অদ্য শনিবার সকাল সাড়ে ১১টায় এমসি কলেজ ছাত্রাবাসের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিজস্ব ব্যানার নিয়ে শতাধিক রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার কয়েক হাজার লোক অংশ নেন।
টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সুবেদুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আবদুর রকিব তুহিন, সিসিকের সাবেক প্যানেল মেয়র মো. শাহজাহান, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শিল্পপতি আতাউল্লাহ সাকের, বিশিষ্ট ব্যবসায়ী ছানাউল্লাহ ফাহিম, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, গোপালটিলা আখড়া কমিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থ, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুনিম মল্লিক মুন্না, খরাদিপাড়া আনন্দ সংসদের সভাপতি আবদুল গফ্ফার, সেনপাড়া পুষ্পায়ন সমাজকল্যান সংস্থার সভাপতি আলী ওয়াসিকুজ্জামান অনি, সিনিয়র সহ সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, সাদিপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক দেবদুলাল পাল দেবু, সহ সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, হাতিমবাগ সমবেত যুব সংঘের সদস্য মুহিবুস সালাম রিজভি, রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল মুমিত, সৈয়দ হাতিম আলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোছা. সালমা বেগম, সাবেক ছাত্রনেতা বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, মোহিনী সমাজকল্যান সংস্থার সভাপতি কয়েছ আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, খরাদিপাড়া বৈশাখী ক্রীড়া ও সমাজকল্যান সংস্থার সাবেক সভাপতি দেওয়ান মুরাদ হাসান, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল, সাবেক ছাত্রনেতা হিরণ মাহমুদ নিপু, শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম বখত জেম, কুশিঘাট বোরহানাবাদ টিসিসির সভাপতি জাবেদ আহমদ, সাবেক জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠন ও এলাকার মধ্যে ছিল টিলাগড় পঞ্চায়েত কমিটি, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ, খরাদিপাড়া আনন্দ সংসদ, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি, সেনপাড়া পুষ্পায়ন ক্রীড়া ও সমাজকল্যান সংস্থা, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি, সিলেট জেলার বর্তমান ও সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড়, টুলটিকর ইউনিয়ন পরিষদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ, টিলাগড় ক্লাব, গোপালটিলা এলাকাবাসী, কল্যানপুর এলাকাবাসী, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতি, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, দুবাই আওয়ামী লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটি, শাপলা সংঘ, টিলাগড় সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, সৈয়দ হাতিম আলী কিন্ডার গার্টেন, ২১নং ওয়ার্ড হাতিমবাগ এলাকাবাসী, মজুমদারপাড়া সোনালী যুবসংঘ, ভাটাটিকর যুবসংঘ, গ্রিণহিল স্টেট কলেজ, মোহিনী সমাজকল্যান সমিতি, আরামবাগ এলাকাবাসী, কাজিরবাজার মাদ্রাসা, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম, ব্যাডমিন্টন হাউজ সিলেট, দুলাল ব্যাডমিন্টন একাডেমি, বৃহত্তর সাদিপুর এলাকাবাসী, টিলাগড় রাজপাড়া এলাকাবাসী, রুট ব্যাডমিন্টন একাডেমি, শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকাবাসী, শিবগঞ্জ লাকড়িপাড়া এলাকাবাসী, হাতিমবাগ সমবেত যুবসংঘ, ২০নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, ২৪নং ওয়ার্ড কুশিঘাট এলাকাবাসী, টুলটিকর এলাকাবাসী, আলুরতল ইকোপার্ক এলাকাবাসী, গোলাপবাগ এলাকাবাসী, তেররতন এলাকাবাসী, টুলটিকর ইউনিয়নবাসী, সিলেট ইয়ূথ মুভমেন্ট, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম, পূর্ব শাপলাবাগ সমাজকল্যান যুব সংঘ, মণিপুরীপাড়া এলাকাবাসী, রাজা জিসি হাই স্কুল, মৌচাক এলাকাবাসী, নবীনচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোপালটিলা যুব সমাজ, বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী।