সিলেট হেল্পিং উইং এর দুই টাকায় খাবার বিতরণ
সিলেট অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় দুপুরের খাবার’ সিলেটের প্রতিটি পয়েন্টে গরীব ও অসহায় মানুষদের মাঝে দুই টাকায় খাবার বিতরণ করেছেন তারা৷
সংগঠনটির উদ্যোগে শহরের নয়াসড়ক নয়াসড়ক প্রাঙ্গণে আজকে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা হেল্পিং উইংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঃ রবিউল হাসান চৌধুরী, সিলেট কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদকঃ তারেকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত সেন, শিমুল আহমেদ ।
করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য উদ্যোগ৷ খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী বলেন- ‘ফ্রিতে সেবা দিয়ে কারো আত্মসম্মানে আঘাত দেওয়ার ইচ্ছা নেই আমাদের। তাই আমরা দুই টাকার বিনিময়ে সেবা দেই যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷’
তারা আরো জানিয়েছেন যে, সামর্থ্যবানরা এগিয়ে আসলে এবং তাদের সাধ্যের মধ্যে হলে তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান।