সিলেটের রিকাবিবাজারে  প্রতিদিন করা হচ্ছে  করোনা চাষ!

আব্দুুর রহমান হীরাা।।  সিলেটে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ। ক্রমান্বয়ে বাড়ছে মৃতের সংখ্যা তবুও নেই সচেতনতা। সিলেটে জেলা প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র অভিযান মাঝে মধ্যে দেখা যায়। স্বাস্থ্যবিধি না মেনে চলতে থাকলে সিলেটে করোনা ভয়াবহ রূপ ধারণ করবে বলে বলছেন সংশ্লিষ্টরা। সরেজমিন গতকাল  দেখা গেছে রিকাবিবাজার বাজার পুলিশ লাইনের সংলগ্নে সিলেট স্টেডিয়াম মার্কেট কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে প্রতিদিন সন্ধ্যার পর করা হচ্ছে করোনা চাষ!   সন্ধ্যা থেকে রাত ১১পষন্ত এখানে জমে উঠে আড্ডা, মনে হয় সিলেটে করোনা লেশ মাত্রা  নেই। মাস্ক ছাড়াই অনেকে ঘোরাফেরা করছেন। কেউ কেউ মাস্ক ঝুলিয়ে রেখেছেন … Continue reading সিলেটের রিকাবিবাজারে  প্রতিদিন করা হচ্ছে  করোনা চাষ!