দেশ ডেক্স।।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা ডা. কে বিজয় রাগবান। বুধবার (৫ মে) তিনি বলেন, মহামারির নতুন ধরন প্রতিরোধে টিকা আরও অত্যাধুনিক ও হালনাগাদ করা উচিত।-খবর এনডিটিভির
শনাক্ত রোগী সংখ্যায় বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারতে এবার করোনায় একদিনে তিন হাজার ৭৮০ জনের প্রাণহানি ঘটেছে।
মহামারি শুরুর পর থেকে দেশটিতে আর কখনোই ২৪ ঘণ্টায় এত রোগীর মৃত্যু হয়নি।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে তিন লাখ ৮২ হাজারের বেশি রোগী শনাক্তেরও খবর দিয়েছে।
ডা. কে বিজয় রাগবান বলেন, মহামারির তৃতীয় ঢেউ অনিবার্য। ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে তৃতীয় ঢেউ এড়ানোর সুযোগ নেই। কিন্তু কখন এই ঢেউ শুরু হবে, সেই সময় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
সংক্রমণের ব্যাপক বিস্তাররোধে টিকার হালনাগাদ করা দরকার বলেও জোর দেন এই চিকিৎসক। তিনি বলেন, ভাইরাসের ব্যাপক বিস্তার ভারতীয় ‘ডাবল রূপান্তরের’ কারণে হচ্ছে। ব্রিটিশ ধরনের বিস্তার হচ্ছে ধীর গতিতে।
বিশ্বজুড়ে গত এক সপ্তাহে যত রোগী শনাক্ত হয়েছে, তার ৪৬ শতাংশই ভারতে মিলেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, প্রকৃত আক্রান্ত তার ৫ থেকে ১০ গুণ বেশি।
বিভিন্ন রাজ্যের হাসপাতাল, মর্গ ও শ্মশানে লাশের পরিমাণ দেখে ভারতে কোভিড-১৯ এ মৃত্যু সরকারি হিসেবের চেয়ে বেশি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
মার্চের মাঝামাঝি থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। হাসপাতালগুলোতে শয্যা নেই, অক্সিজেন নেই। প্রয়োজনীয় ওষুধ মিলছে কেবল কালোবাজারেই।