দেশ ডেক্সঃঃ
রাজধানীতে অনুমোদনহীন প্রসাধনীর গুদাম সিলগালা
ব্যবসার অনুমোদন, আমদানির নথিপত্র আর বিএসটিআইয়ের সনদ না থাকায় রাজধানীর মগবাজারে একটি প্রসাধনীর গুদাম সিলগালা করে দিয়েছে বিএসটিআই। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুই মাস আগেও মগবাজারের হোম প্লাস ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছিল। তারপরও তারা অবৈধ কসমেটিকসের কারবার চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানের কাগজপত্রে নাম হোম প্লাস ডিস্ট্রিবিউশন হলেও, দরজায় লেখা কোরিয়ান কসমেটিকস। এসবের কোনো সঠিক জবাব দিতে না পারায়, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে গুদামটি সিলগালা করে দেয় বিএসটিআই।
সংস্থাটি বলছে, এসব পণ্য আমদানির কোনো প্রমাণ মেলেনি অভিযানে।
বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, হোম প্লাস ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের নামে কোনো কাগজপত্র পাইনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি তারা সংশোধনমূলক কাজ করেননি তাই এটিকে সিলগালা করা হয়েছে।
অনুমোদনহীন প্রসাধনী ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, গতমাসেও তারা এক লাখ টাকা জরিমানা করেছেন, স্যামপুল নিয়ে গিয়েছে, আজ আবার এসেছেন। আমাদের সময় দিতে হবে না। করোনার কারণে কাজ করতে পারিনি।