সিলেটের বেচা-কেনা পেইজে বাসার ঠিকানা,৫০,০০০ ডলার কেনা বেচা চলছে!

  • আপডেট টাইম : May 11 2021, 13:10
  • 770 বার পঠিত
সিলেটের বেচা-কেনা পেইজে বাসার ঠিকানা,৫০,০০০ ডলার কেনা বেচা চলছে!

দেশটিিভ ডেস্ক।।
সিলেটের কেনা- বেচা (শুধু মাত্র সিলেট শহর)ফেইজবুক গ্রুপে তোফায়েল আহমদ’ নামের একজনের বাসার ঠিকানা কেনা-বেচা চলছে।যে ব্যক্তি তোফায়েল আহমদ’র বাসার ঠিনানা শনাক্ত করে দিতে পারবেন,তাহাকে ৫০,০০০হাজার ডলার পুরুস্কার দেওয়া হবে।এম বিজ্ঞপ্তি বেচা-কেনা একটি পেইজে দেখে পরিচিত-অপরিচিত  অনেকেই ফোন দিচ্ছেন এবং আসয্য ও হতভঙ্গ হয়েছেন অনেক জন।

সিলেটের কেনা-বেচা (শুধু মাত্র সিলেট শহর) ফেইজবুক  পেইজে  এমন  বিজ্ঞপ্তি  দেখে তোফায়েল আহমদ শাহপরা( রহঃ) থানায় একটি ওসাধারণ ডায়রী করেন।ডায়রী নং৪৯১তারিখ১০/০৫/২১।

সাধারণ ডায়রী সূত্রে,জানা যায়, গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত, শিকন্দর আলীর ছেলে বর্তমান ঠিকানা শাহপরান (রহঃ)থানার অন্তর্গত বালুচরে থাকেন। তোফায়েল আহমদ গত ৫ মে ২১ তারিখ অনুমান রাত্র সাড়ে ৮টার সময় তার নিজ মোঠা ফোনের মাধ্যমে দেখতে পান, সিলেট কেনা-বেচা(শুধু মাত্র সিলেট শহর) ফেইজবুক গ্রুপে তার ছবি দিয়ে একটি বিজ্ঞপ্তি,   যে ব্যক্তি তার বাসার ঠিকানা শনাক্ত করে দিতে পারবেন তাহাকে ৫০,০০০হাজার ডলার পুরুস্কার দেওয়া হবে। লিঙ্ক :Zahid khan(www.facebook.com/profile.php?id=100067809214038 নামের ফেইজবুক আইডি থেকে  অজ্ঞাত নামা ব্যক্তিরা অনলাইন ভিত্তিক, সিলেটের বেচা-কেনা (শুধু মাত্র সিলেট শহর)ফেইজবুক গ্রুপ লিঙ্ক – www.facebook.com/groups/1514540438809576/permalink/2807063129557294/?ref=facebook_story_share) তাহার ছবি সন্বলিত একটি  বিজ্ঞপ্তি প্রকাশ করে।যে ব্যক্তি তোফায়েল আহমদের  বাসার ঠিকানা দিতে পারবে তাহাকে ৫০,০০০হাজার ডলার পুরুস্কার দেওয়া হবে। প্রকাশের কারনে  অজ্ঞাত ব্যক্তিরা যে কোন সময় তোফায়েল কে গুম করাসহ অপহরণ করে নিয়ে প্রানে হত্যা করতে পারে।এমকি সামাজিক ভাবে তাহাকে হয়রানীসহ যে কোন ধরনের ক্ষতি করতে পারে।বর্তমানে তোফায়েল আহমদ  অজ্ঞাত নামা ব্যক্তিদের কারনে জান -মাল নিরাপত্তা হীনতায় ভুক্তছে তা সাধারণ ডায়রী তিনি উল্লেখ করেন।
এ বিযয়ে তোফায়েল আহমদের সাথে- যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদক কে জানান,সিলেটের কেনা-বেচা ( শুধু মাত্র সিলেট শহর)ফেইজবুক পেইজে বিজ্ঞপ্তি  দেওয়া হয় তাহার ঠিকানা সনাক্ত করে দিতে পারলে  তাহাকে ৫০,০০০হাজার ডলার পুরুস্কার দেওয়া হবে। এ বিযয়টি কে বা কারা করতে পারে বা অজ্ঞাত ব্যক্তিরা কারা হতে পারে জানতে চাইলে তিনি জানান, তার সন্দেহের তীর তার গ্রামের বাড়ির ৫/৬জন ব্যক্তির উপর। গোলাপগন্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ফখরুল ইসলাম, আতিক মিয়া,সিরাজ উদ্দিন, মৃত মকরম আলীর ছেলে মুসলিম উদ্দিন, কমর উদ্দিন সর্ব সাং গোটাগাঁও  ও মৃত নুর মিয়ার ছেলে আব্দুল মান্নান।
কারন- দীর্ঘ দিন ধরে তাদের বিরুদ্ধে জমিসংত্রুান্ত বিযয় নিয়ে মামলা মকদমা বিরুদ্ধ চলছে।তাদের বিরুদ্ধে সিলেট গোয়েন্দা অফিসে চাঁদাবাজি মামলা রয়েছে মামলা নং১০৫/২১ তারা আমার বিরুদ্ধে নারী নির্ষাতন মামলা করে মামলা নং সিআর ৭৩/২০১৯   এ মামলা আমার পক্ষে রায় হয়।বিবাদীগন আমার মৌরশীসত্ত ভুমি দখলের পায়তারা করছে তাদের বিরুদ্ধে সিলেট জজকোর্টে একাধিক মামলা রয়েছে ৩/৪টি  রায় আমার পক্ষে পাওয়ার পরও আমি আমার ভুমিতে যেতে পারছি না সুরাং বিবাদীগন যে কোন সময় আমার বিরুদ্ধে আমার মান-সন্মান কুন্নকরতে ষড়যন্ত্র করতে পারে।।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares