সিলেটের এল জি ডি থেকে বদলি হওয়ার পর কর্মস্থলে যাচ্ছেন না

  • আপডেট টাইম : February 19 2025, 15:59
  • 67 বার পঠিত

সিলেট থেকে আফজাল আহমদ : সিলেটের নির্বাহী প্রধান প্রকৌশলী দপ্তর থাকা অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে বদলি করেন অফিস থেকে বদলি হওয়ার পরও পাত্তা দিচ্ছেন না অফিসাররা নিয়ম থাকলেও নিয়মের তোয়াক্কা করছেন না জানা যায় এক সময় প্রভাবশালী ছাত্রলীগের সভাপতি ছিলেন শোভন কিন্তু বারবার বদলি হওয়ার পরও তিনি গাপটি মেরে বসে আছেন
এদিকে ৩ থেকে ৪ বার বিভিন্ন উপজেলায় বদলি হলে তিনি চুপ করে আছেন এই শক্তির উৎস কোথায় তদন্ত সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি এদিকে উপ-সহকারী প্রকৌশলী ফাইজুল ইসলাম একই কাজ করছেন জানাযায় এক মাস আগে বদলির অর্ডার আসলে তিনিও কর্মস্থলে যোগদান করছেন না,,,,,

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
0Shares