অর্থের অভাবে হচ্ছে না নন্দীরগাঁও জামে মসজিদের আরসিসির কাজ বর্তমান অবস্থান হচ্ছে এখানে নামাজ পড়ার সময় মাটিতে নামাজ আদায় করছেন মুসল্লিরা ২ নং হাটখোলা ইউনিয়ন জালালাবাদ থানা অন্তর্গত নন্দীগ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড এখানকার স্থানীয় মুসল্লী বদর আলী সাহেব বলেন আমাদের এই মসজিদের কাজে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো এদের কাজ সম্পূর্ণ হতে পারে নতুবা আল্লাহ যা করেন আমরা তার জন্য অপেক্ষায় আছি এবং সাবেক মেম্বার যফির খান বলেন স্থানীয় সরকার আমাদেরকে দুই লক্ষ টাকা অনুদান দিলে তা দিয়ে আমরা কাজ চালিয়ে গেছি কিন্তু এই মসজিদের এর কোটি টাকা কাজ আমরা ইতিমধ্যে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করে ফেলেছি সাধারণ মানুষের সহযোগিতায়, এখন যদি বিদ্যমানরা এগিয়ে আসেন তাহলে এই মসজিদের কাজ চালিয়ে যেতে পারবো,এই মসজিদের মুসল্লিদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছেন কোন হৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়ান ফোন নাম্বার ০১৭৭৮৮২৮৩৫৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল