এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ০৫ জন অপরাধী গ্রেফতারঃ

  • আপডেট টাইম : March 07 2025, 17:35
  • 91 বার পঠিত
এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ০৫ জন অপরাধী গ্রেফতারঃ

সিলেট সদর প্রতিনিধি :: মেহরাব হোসাইন

এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী সহ ০৫ জন অপরাধী গ্রেফতারঃ

০৬/০৩/২০২৫ ইং মধ্যরাতে ভূমিখেকো, টিলাকাটা ও জমির টপসয়েল বিক্রয়কারী এবং বিভিন্ন থানার একাধিক মামলার আসামী ১। বাবুল আহমদ (৪৫), পিতা-রফিক মিয়া, সাং-দাসপাড়া, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটকে প্রাইভেটকারসহ এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা হতে গ্রেফতার করে এবং কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

একই দিন দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এক ব্যবসায়ীর ৭২,০০০/-টাকা ছিনতাইকালে নগরীর পাঠানটুলা এলাকা হতে স্থানীয় জনগনের সহায়তায় এই চক্রের দুই ছিনতাইকারীকে সিএনজি ও দুইটি মোবাইলসহ এয়ারপোর্ট থানার একটি অভিযানিক দল গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ১। রুহেল আহমদ (২৩), পিতা-নূরুল আমীন, সাং-হাতিমবাগ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ২। আব্দুর রহিম (৩২), পিতা-আলী আকবর, সাং-উত্তর বালুচর (জোনাকি), থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-০৩, তাং-০৬/০৩/২০২৫ইং, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ রুজু হয়।

অদ্য ০৭/০৩/২০২৫ ইং রাত ০১.৩০ ঘটিকার সময় সুবিদবাজার এলাকা হতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জমির (২৯), পিতা-আব্দুর নুর, সাং-কালারুকা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। মোঃ সেলিম (৪০), পিতা-জহির উদ্দিন, সাং-শেখপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১২, তাং-১৯/০৯/২০২৪খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares