এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও ০৯ বোতল বিদেশীমদসহ ০২ (দুই) জন গ্রেফতারঃ
অদ্য ০৭/০৩/২০২৫ খ্রিঃ রাত ০২.৪০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকায় সিলেট কোম্পানীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও সিএনজিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন ১। রুহুল আমিন সাদিক (২১), পিতা-খুরশেদ আলম, মাতা-পিয়ারা বেগম, সাং-মংলিরপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৪, তাং-০৭/০৩/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ রুজু হয়।
পরবর্তীতে, দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালা এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এর সামনে সিলেট কোম্পানীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশীমদসহ ০১ জনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন ১। রঞ্জিত বসনব (৪৫), পিতা-মৃত রমাকান্ত বসনব, সাং-বাবনগাঁও, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ। আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৫, তাং-০৭/০৩/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ২৪(ক) রুজু হয়। একজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, অপরজনকে প্রেরণ করা হবে ।