সিলেট প্রতিনিধি :: ফাহিম আহমেদ ।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৩০৮ (তিনশত আট) বস্তায়, ১৮,১১,০৪০/- (আঠারো লক্ষ এগারো হাজার চল্লিশ) টাকার, ১৫,০৯২ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক ও ০৩ (তিন) জন গ্রেফতারঃ
০৮/০৩/ ২০২৫ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।
সকাল ০৬.০৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্ট করাকালে একটি ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, আটক করা হয় ও ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৮৭৭৯, যার চেসিস নং-373144J5R101360, ইঞ্জিন নং-697TC48APY100505, মূল্য অনুমান ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, খ) ট্রাকের মধ্যে নীল রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৩০৮ (তিনশত আট) বস্তা ভারতীয় চিনি, যার প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR, INDIA সহ অন্যান্য ইংরেজী লিখা আছে, প্রতি বস্তার ওজন ৪৯ কেজি করে সর্বমোট ওজন ১৫,০৯২ কেজি চিনি, মূল্য আনুমানিক ১৮,১১,০৪০/- (আঠারো লক্ষ এগারো হাজার চল্লিশ) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: ১. মোঃ শাহিন উদ্দিন (২৪), পিতা- ফখরুল উদ্দিন, সাং-নান্দিশ্রী বাজার, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২. মোঃ রবিউল (২৫), পিতা-মৃত নুর আলী ইসলাম, সাং- দুবাক, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট,৩. মোঃ জুনায়েদ মিয়া (২৬), পিতা-মৃত আবু তাহের, সাং-মুরাদপুর, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মালামালের অজ্ঞাতনামা ০১ জন মালিক জড়িত রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-০৭, তারিখ-০৮ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।