সিলেটে ভারতীয় কসমেটিকস সহ পুলিশের হাতে একজন আটক

  • আপডেট টাইম : March 09 2025, 20:15
  • 111 বার পঠিত
সিলেটে ভারতীয় কসমেটিকস সহ পুলিশের হাতে একজন আটক

স্টাফ রিপোর্টার :: আফজাল হোসেন । 

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন কসমেটিকস যার মূল্য ৮,৭৮,৪০০/- (আট লাখ আটাত্তর হাজার চারশত) টাকা সহ একটি কার্ভাড ভ্যান আটক ও ০১ (এক) জন গ্রেফতারঃ

০৮/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২১.৪৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হাইস্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে ০১টি সুন্দরবন গ্রুপ লেখা নীল ও আকাশি রংয়ের কার্ভাড ভ্যান আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ম-৫৪-৩৪০১ এবং চেসিস নং MAT445235JZR63008, ইঞ্জিন নং 275IDI05KRYSF3848। ভ্যানের মূল্য আনুমানিক ১০,০০,০০০/- টাকা ও একজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামালের মধ্যে ছিল:
১. NEHA ভারতীয় মেহেদী: ২টি কার্টুন (প্রতি কার্টুনে ৬০ বক্স), মোট ১৪৪০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ২১,৬০০/- টাকা, ২. KAVERI ভারতীয় মেহেদী: ৩০টি কার্টুন, মোট ২১৬০০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ৩,২৪,০০০/- টাকা, ৩. Skin Shine Cream: ৪টি কার্টুন, মোট ২১৬০ পিস ভারতীয় ক্রিম, মূল্য আনুমানিক ৩,৮৮,৮০০/- টাকা, ৪. Gillette ভারতীয় ব্লেট: ৮টি কার্টুন, মোট ৯৬০০টি ব্লেট, মূল্য আনুমানিক ১,৪৪,০০০/- টাকা। সর্বমোট মূল্য ৮,৭৮,৪০০/- (আট লাখ আটাত্তর হাজার চারশত) টাকা।
এ ঘটনায় মিঠু দাস (২৫), পিতা- বিনু বুসন দাস, মাতা- সাবেত্রী দাস, সাং- মান্নারগাঁও, ০৫নং ওয়ার্ড, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ‘কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত কাজের সাথে ২-৩ জন অজ্ঞাতনামা জড়িত রয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-১০, তারিখ-০৯ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares