আছিয়া কে কতটা নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে বর্ণনা দিয়ে কেঁদে ফেললেন ডাক্তাররা
আপডেট টাইম : March 10 2025, 07:06
57 বার পঠিত
আমি নির্বোধের মতো যখন তাকিয়ে দেখলাম নিজের ফেইসবুক পোটালে তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল তখন মনে হল এই পৃথিবীতে কতটুক নিচু বাজে হলে তারা এই কাজ করতে পারে এরা মানুষরূপী শয়তান এদেরকে ক্ষমা করা যাবে না এদের ক্ষমা করলে জাতি আপনাকে ক্ষমা করবেনা তাই এদেরকে অবিলম্বে আইনের আওতায়নের জনসম্মুখে ফাঁসির মঞ্চ করে ফাঁসি দেওয়া হোক এই কথাই বলেছিলেন সাংবাদিক আফজাল হোসেন আমরাও চাই এই বিচার হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন দৃষ্টান্ত দেখিয়ে যাবেন বলে আমার বিশ্বাস মানুষদেরকে এরা পুতুল পেয়েছে কিনা আমাদের জানা নেই। দর্শন আর ডাকাতি চাঁদাবাজি হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী তাই এখান থেকে বেরিয়ে আসতে হবে এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে এটাই সময় নয়তো পস্তাতে হবে। কাজ কোথায় এর শেষ এর লাগাম যদি এক্ষুনি টেনে না ধরা হয় তাহলে ধর্ষিত হবে কত শিশুরা তা আমাদের জানা নেই তাই এই বাংলার মাটিতে দর্শকদের বিচার হওয়া দরকার