সিলেটের ওসমানীনগরে কুয়েত প্রবাসী ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য মুহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৩ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার তাজপুর বাজারে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুয়েত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম হেলাল, প্রেসক্লাবের দাতা সদস্য সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্চিনিয়ারিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, মোহন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সিনিয়র সদস্য শাহাব উদ্দিন শাহীন, সাইফুর এম রেফুল, সহ-সভাপতি রনিক পাল, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, কোষাধক্ষ্য ইব্রাহীম খাঁন ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সদস্য জুয়েল আহমদ, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, সমাজসেবী ধন মিয়া, সুলেমান খাঁন, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্ত চিন্তা ও সমাজের অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সাংবাদিকতার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় ওসমানীনগর প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রবাসীরা দেশের সার্বিক খোঁজ খবর জানতে পারেন। তাই প্রবাসীরাও সাংবাদিকদের কাযক্রমের ভূয়সী প্রসংসার পাশা পাশি সবাইকে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।
সভাশেষ ওসমানীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি কুয়েত প্রবাসী ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য মুহাম্মদ হেলাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে মুসলিম উম্মাহ’র শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন উপজেলা উলামা দলের আহবায়ক হারুনুর রশিদ।