সিলেট নগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৭৮ হাজার ২৪১ শিশু

  • আপডেট টাইম : March 19 2025, 23:35
  • 37 বার পঠিত

সিলেট নগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
পাবে ৭৮ হাজার ২৪১ শিশু

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
মঙ্গলবার (১১/০৩/২০২৫) নগর ভবনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সিলেট সিটি কর্পোরোশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ২৬৭টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১ বছরের অধিক ও ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার ক্যাম্পেই সফলে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares