শহিদমিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে

  • আপডেট টাইম : September 04 2025, 08:51
  • 8 বার পঠিত

শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী।
আজ ভোর ৬টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিটি করপোরেশনের সচিব মো: আশিক নূর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবর্ণা সরকার, কর কর্মকর্তা জামিলুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান উপলক্ষ্যে নগরীর ইমাম-মুয়াজ্জিদগণকে সম্মানী প্রদান
মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান
হিসেবে কাজ করে যাচ্ছে
-খান মো: রেজা-উন-নবী
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী বলেছেন, আমাদের মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
পবিত্র রমজান উপলক্ষ্যে আজ বুধবার সকালে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারদা স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান, যেটি মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌছে দেওয়ার জন্য, এবং এই সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সত্যিকার একটি আদর্শ সমাজ গঠনে আমাদের ইমামগণসহ সাথে যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশে যতটুকু অসম্পূর্ণতা রয়েছে আপনাদের অবদানের মাধ্যমে সম্পূর্ণ হবে। আজকে স্বাধীনতা দিবসেই এই দিনে, স্বাধীনতা অর্জনের পরেও যে অপ্রাপ্তি রয়েছে সেগুলো যাতে আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই সে জন্য আপনারা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো: আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মনছুফ সহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
0Shares