নিজস্ব প্রতিবেদক
জয়শ্রীতে প্রভাবশালীদের দখল আতঙ্কে গবেষক পরিবার, হামলার অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামে গত ৪/০৯/২৫খ্রি: রাত নয় ঘটিকায় স্কুল শিক্ষক মাজহারুল আলম সিদ্দিকীর দোকানঘরে গিয়ে তার কেনা বাড়ি দখলের হুমকির অভিযোগ উঠেছে। টিপু মিয়া(২৫) ও দিপু মিয়া(২২) তাদের বাবা ইকরাম হোসেন বুলবুল(৬২) ও মা মাহমুদার উস্কানিতে এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগীদের দাবি। ভুক্তভোগী থানার দ্বারস্থ হলে ৫ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকার দিকে পুলিশের সামনে জয়শ্রী বাজারে দখলবাজির উদ্দেশ্যে স্থানীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহিনী শেখেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাজহারুল আলম সিদ্দিকী ও তার পরিবারের উপর হামলা চালায়। উক্ত ঘটনায় আহত হয় মাজহারুল আলমের ভাতিজা রাফি সিদ্দিকী, মিঠু সিদ্দিকী, শুভ সিদ্দিকী, শাহেদুল আলম সিদ্দিকী (বড় ভাই), নূরে আলম সিদ্দিকী এবং এক পর্যায়ে নারীদের উপরও হাত তোলার মতো গুরুতর সন্ত্রাসী কার্যক্রম চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় “পুলিশ সদস্য মাসুদ এবং আরেকজন পুলিশ সদস্যের নাম ভুলে যাবার বরাত দিয়ে বলেন, বিএনপি সভাপতি মন্টুর হুকুমে বিজ্ঞানী পরিবারের উপর এমন নেক্কারজনক হামলা চালায়।
মাজহারুল আলমের ছোট ভাই অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকী শামীম, এমন পরিবারকে আঘাত করলে সহজেই ত্রাস সৃষ্টি করা যাবে এবং চাঁদা বেশি পাওয়া যাবে বলে,বলছেন একজন প্রত্যক্ষদর্শী। মন্টু বাহিনী প্রধান ইকবাল হোসেন মন্টুর ছেলে সাদীর নেতৃত্বে লাঠিয়াল বাহিনী পুলিশের সাথেও ধস্তাধস্তিতে জড়ায়। তিনি আরও বলেন এই পরিবারের বেশিরভাগ সদস্য মাদক ব্যবসাসহ নানান কেলেঙ্কারিতে জড়িত এবং ছাত্রজনতার জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মন্টু পরিবারের প্রত্যেকটি সদস্য আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং বিএনপি আদর্শ পরিপন্থী কাজ করে চলেছে।
উল্লেখ্য জনাব মন্টু ইকবাল বিগত ফ্যাসিবাদী সরকারেরও সুবিধাভোগী এবং নানান সময়ে তাকে বিগত ফ্যাসিবাদী সরকার সমর্থিত চেয়ারম্যানের পাশে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে।