চৌহাট্টা-কোর্ট পয়েন্ট রাস্তায় দৃষ্টিনন্দন রোড ডিভাইডার হবে

  • আপডেট টাইম : July 05 2020, 16:57
  • 611 বার পঠিত
চৌহাট্টা-কোর্ট পয়েন্ট রাস্তায় দৃষ্টিনন্দন রোড ডিভাইডার হবে

ওভারহেড লাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে মেয়র আরিফ

দেশটিবি প্রতিবেদক।।

Image

ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের পূর্ণাঙ্গ সঞ্চালন শুরুর আগে রাস্তার দু’পাশের তারের জঞ্জাল ও বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ চলছে।
শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের উভয় পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসেস লাইন অপসারণের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ভূগর্ভস্থ বিদ্যুতের আপদকালীন ওভারহেড লাইন নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সঞ্চালন শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
সিসিক মেয়র বলেন, চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রাস্তায় দৃষ্টিনন্দন সড়ক বিভাজক (ডিভাইডার) নির্মাণ করা হবে। ফলে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি দু’পাশের স্থাপনাগুলো তারের জঞ্জালমুক্ত হবে। বাড়বে এ এলাকার সৌন্দর্য্য। এর মধ্য দিয়ে সিলেটকে স্মার্ট সিটি নির্মাণের কাজটিও আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
গত শনিবার থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএস) সিলেটের প্রতিনিধিদের সাথে বিদ্যুৎ বিভাগের সহায়তায় সিলেট সিটি কর্পোরেশন এ কাজ শুরু করে।
উল্লেখ্য, দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুতায়নের এ প্রকল্পে সিলেট নগরীতে ১১ কেভি ২৫ কিলোমিটার, শূন্য দশমিক ৪ কেভি ১৮ কিলোমিটার ও ৩৩ কেভি ৬ কিলোমিটার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সাব-স্টেশন থেকে আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টা, চৌহাট্টা থেকে জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজে যাবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares