সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম : March 08 2025, 13:41
  • 220 বার পঠিত
সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিলেট, শনিবার, ২৩ ফাল্গুন (০৮ মার্চ):
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সিলেটেও আজ ৮ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নারী সমাবেশ, শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক প্রদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপপরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী, মহিলা আইনজীবী সমিতি ও সচেতন নাগরিক কমিটির আইনজীবী সৈয়দা শিরীন আক্তার, ব্রাকের ডিভিশনাল ম্যানাজার রিপন চন্দ্র মন্ডল, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরো বলেন, সরকার সমাজে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares