স্টাফ রিপোর্টার :: আফজাল হোসেন ।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিভিন্ন ধরনের সিগারেট, মূল্য অনুমান – ৫,০০,০০০/- (পাঁচ লাখ ) টাকাসহ ১(এক) টি সাদা রংয়ের টয়োটা প্রাইভেটকার আটক , ও ০৩ (তিন) জন গ্রেফতারঃ
৮/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১৯.৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার পিএসআই (নিঃ) সজিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুশিঘাট বাজারস্থ মা-বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (রেজি নং: ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩) আটক করা হয় এবং গাড়ির ভিতর বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয় ও ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল: ১. একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (রেজি নং: ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩), ইঞ্জিন নং: 4E-FE 1331, ফ্রেম নং: EE102-0079147, মূল্য অনুমান ৫,০০,০০০/- টাকা। ২. সিগারেট: ৭১,৪০০ শলাকা সিগারেট (Mond Superslims 200 Filter Cigarettes – Strawberry), ৪৮,০০০ শলাকা সিগারেট (Mond Superslims 200 Filter Cigarettes – Apple), মোট ১,১৯,৪০০ শলাকা সিগারেট এবং গাড়িসহ সমস্ত মালামাল জব্দ করা হয়েছে। সিগারেটের মূল্য অনুমান ৫,০০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম: ১. মো. রেজাউল করিম (২৫), পিতা: ছয়ফুল্লাহ রহমান, বাসা: বেলুপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট, ২. রুমেল (৩২), পিতা: মৃত মানিক মিয়া, বাসা: আটগাঁও (পুরানবাড়ী), থানা: শাহপরাণ (রহঃ), জেলা: সিলেট, ৩. এবায়দুর রহমান (৩০), পিতা: রফিক আহমদ, বাসা: বেলুপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-০৮, তারিখ-০৮ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।