ওসমানীনগরে দৃষ্টিনন্দন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু নেই পূর্ণাঙ্গ সেবা

  • আপডেট টাইম : March 18 2025, 07:42
  • 267 বার পঠিত
ওসমানীনগরে দৃষ্টিনন্দন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু নেই পূর্ণাঙ্গ সেবা

ওসমানীনগরে দৃষ্টিনন্দন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু নেই পূর্ণাঙ্গ সেবা

ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে নির্মিত অত্যাধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০টি বহুতল ভবন ২০২৩ সালে হস্তান্তর করা হলেও প্রায় দুই বছর পেরিয়ে গেলেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এখনো চালু হয়নি। এতে উপজেলার প্রায় দুই লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

বর্তমানে হাসপাতালের আউটডোর সেবা কার্যক্রম কাগজে-কলমে চালু থাকলেও বাস্তবে প্রয়োজনীয় ওষুধ ও জনবলের সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ফলে রোগীদের চিকিৎসার জন্য পাশের বালাগঞ্জ উপজেলা সহ সিলেট শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভর করতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান জানান, “হাসপাতালটি চালুর জন্য সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পেলেই পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনিক জটিলতা দূর করে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন। তাদের প্রশ্ন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ করলেও, যদি সেবা না পাওয়া যায়, তাহলে সেই উন্নয়ন কতটা কার্যকর?”

জনগণের দাবি, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে হাসপাতালটির কার্যক্রম চালু করা হোক, যাতে ওসমানীনগরের মানুষ স্বল্প ব্যয়ে এবং সহজেই চিকিৎসাসেবা পেতে পারেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares