ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ডাক বিভাগের বেশ কিছু স্থাপনা ও মূল্যবান ভূমি। অব্যবস্থাপনা ও অযত্নের ফলে এসব জায়গা এখন পরিণত হয়েছে ঝোপঝাড় ও ময়লার স্তূপে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে এই জমিগুলো দখল হয়ে যেতে পারে।
জানা গেছে, একসময় ডাক বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য এসব ভূমি ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ডাকঘরের কার্যক্রম কমে যাওয়ায় এই জমিগুলো অপ্রয়োজনীয় হয়ে চলছে। যার ফলে বর্তমানে এগুলো কোনো কাজেই আসছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ভূমিগুলো পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে জনসাধারণের উপকারে আসতে পারে। বিশেষ করে, সরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান, বা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হলে এলাকাবাসী উপকৃত হবেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় গন্যমান্য একাদিক লোকজন বলেন, “ডাক বিভাগের পরিত্যক্ত জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আমরা চাই, এসব জায়গা যেন দখল বা অপব্যাবহা না হয়।”
উক্ত বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ডাক বিভাগের ভূমি যাতে বেদখল না হয় এতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।