ওসমানীনগরে মাখন মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ

  • আপডেট টাইম : March 26 2025, 06:21
  • 21 বার পঠিত
ওসমানীনগরে মাখন মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ

ওসমানীনগরে মাখন মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে নৃশংসভাবে খুন হওয়া মাখন মিয়ার হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার ব্যবধানে উদঘাটন করেছে ওসমানীনগর থানা পুলিশ। পুলিশি তৎপরতায় হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এবং ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান, পিপিএম-সেবা এর প্রত্যক্ষ তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ শামছুল হক খান, এসআই বিষ্ণুপদ রায়, এসআই আশীষ চন্দ্র তালুকদার, পিএসআই নিকলেশ চন্দ্র দাস ও এএসআই দ্বীন ইসলামের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। ২৩ মার্চ ২০২৫ তারিখে ওসমানীনগরের আইলাকান্দি এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আলমগীর আলী (৩০), পিতা-আলা মিয়া আলাইকে, গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর আলী হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি।
ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডসহ যেকোনো অপরাধ দমনে তারা সর্বদা তৎপর থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর ভূমিকা পালন করবে।
ওসমানীনগর থানার মামলা নং-১৩, তারিখ-২৩/০৩/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares