প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৯তম জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের দিনে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমান শহ’র পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।
চলচ্চিত্রের আগে সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন।
এরপর আরো কিছু নাটকে দেখা যায় তাকে। তবে ক্যারিয়ারের সেরা সময়ে মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর এই নায়ক প্রয়াত হন।