ধর্ষকের বিচার দাবিতে আবার রাস্তায় শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : October 11 2020, 12:42
  • 797 বার পঠিত
ধর্ষকের বিচার দাবিতে আবার রাস্তায় শিক্ষার্থীরা

সিলেটের এমসি কলেজসহ দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার দাবিতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  ও বতমান শিক্ষারথীবৃন্দ।

আজ রোববার দুপুর  সাড়ে ১টায় নগরীর চৌহাট্ট সামনে মানববন্ধন-বিক্ষোভে তাঁরা ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসি ও সাত দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, বর্তমান সমাজব্যবস্থায় ধর্ষণ মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা। ক্ষমতার অপব্যবহার বা আইনের ফাঁক গলে এসব অপরাধ থেকে পার পেয়ে যাচ্ছেন অনেকে। তাই এর প্রতিকার হিসেবে ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসি ও ধর্ষণ রোধে সাত দফা দাবি উত্থাপন করেছেন তাঁরা। কিন্তু দাবিগুলো উত্থাপনের তিন দিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আবার রাস্তায় নেমেছেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন ১৪ব্যাচের ছাত্র শাহিদুল ইসলাম সৌমিকের সভাপতিত্বে ও বর্তমান ছাত্র মাহতাব মাহের এর পরিচালনায় বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর প্রাক্তন ছাত্র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রাক্তন ছাত্র রাহাত তরফদার, আহসান হাবিব সানি, জাহিদ হোসাইন রুমান, সৌরভ শাওন, জায়েদ আহমেদ জাদু, রাহুল দেবনাথ, রেদোয়ান সজীব, সাকিব আহমেদ চৌধুরী, আব্দুল কাদির, আরাফাত আহমদে, তাসনিম জিহান, মাহি মনোয়ার, মাহের আহমেদ, সাদমান ইকবাল, নাবিদ হাসান, ফাহিম আহমেদ, তানজীম নাহিয়ান, সাব্বির হোসেন, আহমেদ আলভি, ফয়সাল ফাহিম, রাতুল রায়, তামিম আহমেদ, তাহা এলাহি, আহমেদ আহবাব, তাসফিকুর রহমান, সাকিব আহমেদ চৌধুরী, আব্দুল কাদির,মাহি মনোয়ার, মাহের আহমেদ, সাদমান ইকবাল, মিথহাভ মাহের প্রমুখ

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares