ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার(২৮ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলায় রবি ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় বোরো,গম, ভুট্টা, সরিষা,সুর্যমুখী চীনাবাদাম এবং খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারী প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুুইটি, ঢাকা বিভাগ ডেইরী এসোসিয়েশন সভাপতি এ কে এম নাজিবুল্লাহ, মুজিবুর রহমান মুজুল চেয়ারম্যান ৫নং কালাপুর ইউপি সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ শিফন মিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রীমঙ্গল।
উক্ত কর্মসুচীর আওতায় শ্রীমঙ্গলে ৮৯০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার মাধ্যমে বিভিন্ন প্রকার শস্যবীজ ও রাসায়নিক সার প্রদান ও ২০০০ জন কৃষকদের মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো বীজ বিতরন করা হবে। উদ্বোধনী দিনে প্রায় ৩০০ শতাধিক কৃষকে এসব উপকরণ দেওয়া হয় এবং চলতি সপ্তাহের মধ্যেই সব উপকরণ বিতরন করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলাতে যেন এক ইঞ্চি জমি পতিত না থাকে সেই ব্যবস্থা গ্রহন করতে হবে।