জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক থেকেঃঃ
ছাতকের গোবিন্দগঞ্জে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবীতে এলাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, যানজট মুক্ত করতে সরকার সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকার সড়ক প্রসস্থ করা হয়েছে। কিন্তু ফুটপাত দখলকারীদের কারনে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা মুলত যানজট মুক্ত করা যাচ্ছে না। গাড়ি পার্কিংয়ে জায়গায় বসানো হয়েছে অস্থায়ী দোকান। বাধ্য হয়ে রাস্তা উপর ছোট-বড় গাড়ি দাঁড় করিয়ে রাখতে হচ্ছে চালকদের। তিনি দাবী করে আরো বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারী নিদের্শনা পালন করছে না সংশ্লিষ্টরা। সড়ক আইন ২০১৮ এর ৩৭ ধারা এবং আদালতের রীট পিটিশন ১৫৪৬/২০১১ ও ৩৮৫৫/২০১৩ আদেশ বাস্তবানের লক্ষে তকিপুর খাল হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না। গোবিন্দগঞ্জ রেল লাইনের পশ্চিমের ভুমিতে অবৈধ মার্কেট উচ্ছেদ করার জোর দাবী জানান তিনি। বিজয় দিবসের আগে এসব দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি। পরিবহন শ্রমিক নেতা রজব আলী মোল্লার সভাপতিত্বে ও শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা আফতাব উদ্দিন, খালেদ আহমদ, জমসিদ আলী, লোকমান হোসেন, রাজনীতিবিদ সদরুল আমিন সোহান, এড. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা কাউসার আহমদ, ক্রিড়া সংগঠক ছায়াদ মিয়া, যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, ছায়াদুর রহমান, দিলোয়ার হোসেন প্রমুখ।##