শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২০ পালন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে প্রস্ততি সভা সম্পন্ন

  • আপডেট টাইম : December 02 2020, 12:04
  • 829 বার পঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২০ পালন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে প্রস্ততি সভা সম্পন্ন

রজত শুভ্র চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি:
বুধবার সকাল এগারো ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস ২০২০ পালন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল–কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এ.এস.পি মো: আশরাফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: নেছার উদ্দিন।
করোনার প্রাদুর্ভাবের কারণে সংক্ষেপিত এই প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া, সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংস্কৃতিক সম্পাদক সুশিল শীল , শ্রীমঙ্গল ক্রীড়া সংস্থার সম্পাদক মিলন দাশগুপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, এন.জি.ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , প্রতিনিধিগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিগণ।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে সংক্রমণ এড়াতে এবার জনসমাগম না ঘটিয়ে যথাযোগ্য সম্মানের সাথে এই দু’টি বিশেষ দিবস এবং ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস পালন করা হবে। ভবনগুলোতে বিজয় দিবসে আলোক সজ্জা করা হবে। এনাম হোসেন চৌধুরী মামুন–এর প্রস্তাবনায় শ্রীমঙ্গল শহরকে রঙিন আনন্দ পতাকায় সজ্জিত করার বিষয়ে প্রাথমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি জহর তরপদার এই বিষয়টিতে সভাপতি মহোদয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষন করেন। বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া কে আহ্বায়ক করে যুগ্ম আহ্বায়ক জহর তরপদার এবং এনাম হোসেন চৌধুরী মামুন, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সম্পাদক মিলন দাশগুপ্ত, এম.সিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন সহ নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল পৌরসভার মেয়র কিংবা উনার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগনকে নিয়ে বিজয় দিবেসে শ্রীমঙ্গলে শোভাবর্ধন কমিটি নামে একটি উপকমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করোনা সংক্রমণ ঝুঁকি বাড়াতে পারে বিধায় সম্ভবপর ক্ষেত্রে ভার্চুয়্যালি নির্ধারিত বিষয়ে আলোচনা সভার জন্য সভাপতি মহোদয় আহ্বান রাখলে সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি থেকে ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণে দেশাত্ববোধক গানের কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব রাখেন। এর প্রেক্ষিতে সভাপতি ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের আয়োজক এ রকম আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানকে ৯ ডিসেম্বরের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানের তথ্যাদি প্রদানের আহ্বান জানান।
বিজয়ের মাসে শ্রীমঙ্গল পৌর শহরের সড়কগুলোতে জমে থাকা ময়লা আবর্জনা অবিলম্বে যথাস্থানে সরানোর ব্যাপারে পৌর যুবলীগের সভাপতি ক্রীড়াবিদ আকবর হোসেন শাহীন আহ্বান জানালে সভাপতি মহোদয় এ ব্যাপারটি পৌর প্রশাসনের নজড়ে আনবেন বলে জানান।
শ্রীমঙ্গল ক্রীড়া সংস্থার সম্পাদক মিলন দাশগুপ্ত সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন যারা করেন না তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে আহ্বান করলে সভাপতি মহোদয় সহকারী কমিশনার ভুমি মো: নেছার উদ্দিন এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এ ব্যাপারে প্রতিবছরের ন্যায় ঐ সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান।
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে কোন নির্দেশনা আছে কী না জানতে চাইলে সভাপতি করোনাকালের সরকারী স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে শিশু কিশোরদের উৎসাহ প্রদানের জন্য সকল ইউনিয়ন চেয়ারম্যানগণের প্রতি আহ্বান জানান।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
0Shares