বৃহস্পতিবার সিলেট মেরিন একাডেমীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : May 05 2021, 08:58
  • 877 বার পঠিত
বৃহস্পতিবার সিলেট মেরিন একাডেমীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

দেশটিভি  প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৬ মে) সিলেট মেরিন একাডেমীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সিলেট মেরিন একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হলেও ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট আসার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তারা আসছেন না। তবে ভার্চুয়ালি উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।

আর সিলেটে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিষয়টি জেলা প্রশাসনের সুত্র নিশ্চিত করেছে।

জানা যায়, ২০১২ সালের মে মাসে দেশে বরিশাল, সিলেট, রংপর ও পাবনায় ৪ টি মেরিন একাডেমি বাস্তবায়নের উদ্দ্যোগ নেয় একনেক। মেরিন একাডেমি বাস্তবায়নের কাজ দেয়া হয় গনপূর্ত বিভাগকে ।

সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় সিলেট মেরিন একাডেমীর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২০১৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেরিন একাডেমি স্থাপনের জন্য ২০১২ সালের জুন মাসে বাদাঘাট এলাকার চেঙ্গেরখাল নদী সংলগ্ন ১০ একর ভূমি অধিগ্রহন করে গনপূর্ত বিভাগ । ভূমি অধিগ্রহন নিয়ে প্রথম অবস্থায় স্থানীয় এলাকাবাসীর সাথে কিছূ সমস্যার কারনে ২ বছর কাজ বন্ধ থাকে।পরে স্থানীয় যুবলীগ নেতা মকসুদ আহমদ মকসুদসহ অন্যান্যদের সহযোগীতায় সমস্যা সমাধান হলে ২০১৫ অর্থবছরে পুরোদমে কাজ শুরু করে গনপূর্ত বিভাগ।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় সিলেট মেরিন একাডেমী বাদাঘাট এলাকায় নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি নির্মাণ কাজের তদারকী করেন। পকল্পটির কাজ যথাসময়ে শেষ হয়েছে।

সিলেট মেরিন একাডেমী ১০ একর জায়গার মধ্যে ১০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে ২০টি ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares