সিলেটের স্কুল ছাত্রসহ জেএমবির দু’সদস্য ঢাকায় গ্রেফতার

ঢাকা থেকে নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। যার বয়স ১৬ বছর। অপরজন সাকিব আহমেদ চৌধুরী যাকি। সে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

  • আপডেট টাইম : May 06 2021, 05:14
  • 862 বার পঠিত
সিলেটের স্কুল ছাত্রসহ জেএমবির দু’সদস্য ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। যার বয়স ১৬ বছর। অপরজন সাকিব আহমেদ চৌধুরী যাকি। সে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে রাজধানীর মাতুয়াইল থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময়ে তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

ডিএমপি জানায়, অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক ছেলেটির বয়স আনুমানিক ১৬। সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ফেসবুক ও অন্যান্য অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এ সংক্রান্ত প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। ধৃত স্কুলছাত্র এবং যাকি অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতো।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের বরাতে ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিরা জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ নব্য জেএমবির সক্রিয় সদস্য। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিল। এদিকে, গ্রেফতার যাকি অধ্যয়ন শেষে ফ্রি-ল্যান্সিং কাজে যুক্ত ছিলেন। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares